Header Ads

Header ADS

আপনার কথা

 





👵মেয়েকে হতে হবে ফর্সা রূপসী, নইলে আমার নাতি হবে কালা। 

আমার ছেলেটা কালো মেয়েটাও যদি কালো হয় তাইলে নাতি নাতনি হবে তেইল্লা কালা। নাহ। কালো মেয়ে চলবে নাহ।

👩আন্টি আপনার গাত্রবর্ণ দিয়ে কালা ছেলেই পয়দা হইছে!

.

👵মেয়েকে হতে হবে গুছানো।  সে এসে আমার অগুছালো ছেলেটাকে গুছিয়ে দিবে। 

👩বলি আন্টি আপনি দীর্ঘ ২৫/২৬ বছর কোন বালটা ছিড়ছেন?

.

👵মেয়েকে হতে হবে উচ্চশিক্ষিত। বয়স আবার বেশি হইলে চলবে না। বেশি বয়সী মেয়ে বুঝবে বেশি। কম বয়সী মেয়েদের নিজের মতো গইড়া নেওয়া যায়। 

👩বলি আন্টি, ভ্রুণ থেইকা স্কুলে পড়া শুরু করি? বাকি অংশের উত্তর পাঠকের ওপর ছেড়ে দিলাম। 

.

👵মেয়ে হইতে হবে করিৎকর্মা।  কাজে চঞ্চল আবার চলতে হবে নম্রভদ্রভাবে। 

👩আন্টি।  এটা কি প্রাণ পিনাট বার? একসাথে সব কম্বিনেশন খুঁজেন! পায়েসে বারবিকিউ এর টেস্ট পাওয়া কি আদৌ পসিবল!! 

.

👵মেয়েকে হতে হবে বুদ্ধিমতী। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার নাক গলানো বেয়াদবি।  

👩বলি বুদ্ধি দিয়ে তাইলে করবে টা কি! 

.

👵মেয়েকে জানতে হবে হরেক রকম রান্না! গান, আবৃত্তি।  আর সিজিপিএ ও কম কিছু না। মেয়ে স্টুডেন্ট ভালো না হইলে আমার নাতিকে পড়াবে কেমন করে!

👩আন্টি। একটা বাচ্চা পড়াইতে পিএইচডি হোল্ডার হওয়ার প্রয়োজন হয় না।


.

👵মেয়ের বাবার ফ্ল্যাট বাড়ি আছে তো? কি কি দিবে ফার্নিচার? 

না। মানে যৌতুক না। নিজের মেয়ের সুখের জন্য গিফট করবে না? 

👩তো আপনার ছেলের সাথে বিয়ের কি দরকার ছিলো? খামোখা একটা ফ্ল্যাট শেয়ার করতে হচ্ছে। 

.


😲ই মা....!! রীতিমতো আটা ময়দা মাইখা আসছ যে, তুমি কি আসলে ফর্সা না? 

😒 খুব বেশি সাজে নাই। মনে হয় বিয়েতে মত নাই।

.

এবার আসি ছেলেদের ক্ষেত্রে, 

👴বিয়ে করবে? বেতন কতো? সরকারি চাকরি না বেসরকারি?  ব্যবসায় কিসের? এই জমানায় ব্যবসায় খুব অনিশ্চয়তা। 

👨আঙ্কেল বিয়ে করছি। কিস্তিতে পণ্য কিনছি না। এসব প্রশ্ন সম্ভবত জরুরি। কিন্তু এর আগেও জরুরি প্রশ্ন আমি আপনার মেয়েকে ঠিক বুঝবো কি না। সে আমাকে ঠিক বুঝবে কি না। 

.

👴দেশের বাড়িতে জায়গা জমি কেমন? ভাইবোন কয়জন? 

👨আঙ্কেল চাকরি/ব্যবসায় করি। নিজে কিছু করার চেষ্টা করি। পারিবারিক সম্পত্তি সে অনেক পরের ব্যপার। প্রথম দিনই যদি এসব লোভাতুর কথা বলেন তবে আপনার প্রতি আমার মানসিকতা কেমন হয়?

.

👴বিয়ের পর কিন্তু মেয়ের আলাদা সংসার হইতে হবে। মেয়ে আমার বড় আদরের। 

👨হ্যাঁ।  আর আমার বাপ-মা তো আমারে ছাইড়া দে কাইন্দা বাঁচি অবস্থায় পড়ে বিয়ে করাচ্ছে!! 

.

👴কাবিন হবে ১২ লক্ষ টাকা। গয়না ১৬ ভরি স্বর্ণ।  উসুল দিয়ে মেয়ে উঠায়া নিতে হবে। 

👨 আঙ্কেল আমাকে কি বাংলাদেশ ব্যাংকের টাকশাল মনে হচ্ছে? 

.

 

🗣প্রেমের বিয়ে, বুঝছেন ভাই। মেয়ে ফুসলাইছে। নইলে এই মেয়ের কপালে এই ছেলে জুটে?(যদিও নেপথ্যের গল্প শুনলে জানা যাবে হয়তো ছেলেরই প্রথম চেষ্টা ছিলো সম্পর্কটা তৈরির।) 

🗣মাত্র এক হাজার লোক খাওয়াচ্ছে। আমার চাচাতো ভাইয়ের তালতো ভাইয়ের মেয়ের বিয়েতে মানুষ খাওয়াছে ৪ হাজার। ওইটা ছিলো বিয়ে। এই আরেকটা রোস্ট দাও তো। রান্না ভালো হয় নাই। বুঝছেন। মেয়ের বাপটা হচ্ছে কিপটা। 

🗣আরে ভাই, ছেলেরে তো দেখতাম। চিপায় যাইয়া সিগ্রেট খায়। এই যুগের পোলাপান। খালি কি সিগ্রেট খাইবো? আর কই কই যায় কে জানে।

🗣ভাবী, আমি তো সেদিন ও মেয়েকে দেখলাম। ঢ্যাং ঢ্যাং করে শপিং করছে। আরে তোর বিয়ে হচ্ছে, এখন তো পর্দা টর্দা কর। 

(মেয়ে পর্দা করলে) 

এগুলা হচ্ছে ছেলেদের ইম্প্রেস করার টেকনিক বুঝছেন ভাবি। ক্লাস সেভেনে যখন পড়তো।জিন্স প্যান্ট পইড়া কোচিং যাইতো। আমাদের সামনেই তো বড় হইছে। 


.

[পুনশ্চঃ সব মানুষ সমান নয়।সব বয়োজোষ্ঠ্যের কিংবা মানুষের চিন্তাভাবনা ও এক না। এখানে কিছু মানুষের চিন্তা ভাবনার কথা বললাম।এবং এর ফলে যারা নতুন জীবন শুরু করতে চলেছে তাদের মনের প্রতিক্রিয়া গুলো বললাম। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে নেওয়ার প্রয়োজন নাই৷ তবে বলার আগে একবার ভাববেন, আপনার কথা সামনের মানুষটির উপর কেমন প্রোভাব ফেলে]

~তুতুরি

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.