কোথায় আপনার পরিচয়
আপনার স্বামী মস্ত বড় চাকরি করে।-
এটা আপনার যোগ্যতা না। আপনার যোগ্যতা আপনি ইন্টার পাস।
.
এক মেয়ে অনার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়েছে। তার যোগ্যতা সে একজন সরকারি কর্মকর্তা।
.
আপনার পরিচয় মিসেস শাহরিয়ার।
তার পরিচয় মিস নাজিয়া নওশীন।
.
আপনার সামর্থ্য আপনার হাজব্যান্ডের পকেট পর্যন্ত,
তার সামর্থ্য তার ব্যাংক একাউন্ট।
.
আপনার প্রয়োজনে আপনি অভিমান করেন,অভিযোগ করেন।
তার প্রয়োজন সে নিজে মেটায়।
.
আপনি হলেন তিনি,যে ওই মেয়েটার আড়ালে তাকে নিয়ে নানারকম মুখরোচক দুর্নাম বানিয়ে তৃপ্তি পান। সে সামনে এলে প্রশংসায় মেতে উঠেন।
সে বড়জোর আপনাকে চেনে মাত্র।
.
আপনার সার্থকতা আপনার সন্তানের ভালো রেজাল্টে,
তার স্বার্থকতা তার প্রমোশনে।
.
জীবন আপনার,চয়েজ ও আপনার।
অন্যের সাফল্যে নিজেকে ধন্য মনে করবেন, নাকি
নিজের সার্থকতায় ধন্য হবেন।
.
.
.
~কোথায় আপনার পরিচয়
No comments