Header Ads

Header ADS

এরা সুখের লাগি চাহে প্রেম

রা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়

ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়

সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ

তাই মান অভিমান, তাই এত হায় হায়

তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ

তাই মান অভিমান, তাই এত হায় হায়

প্রেমে সুখ-দুঃখ ভুলে তবে সুখ পায়

প্রেমে সুখ-দুঃখ ভুলে তবে সুখ পায়

সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

সখী চলো, গেলো নিশি, স্বপন ফুরালো

মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো?

শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল

সখী চলো...

প্রেমের কাহিনী গান, হয়ে গেলো অবসান

প্রেমের কাহিনী গান, হয়ে গেলো অবসান

এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল

এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল

সখী চলো...

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়

ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়

সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না

শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা 

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না...(রবীন্দ্র সংগীত)


No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.