Header Ads

Header ADS

বাদশাহ নামদার

 ইমোশন দিয়ে রাজ্য হয়তো জয় করা যায় না।ধরে রাখা যায় না।কিন্তু মানুষের হৃদয় জয় করে রাখা যায়। একজন দয়ালু ব্যক্তির প্রাপ্য সম্মান সে জীবনের কোনো না কোনো একসময় পান, তেমনি একজন নিষ্ঠুর ও  অসম্মানিত হল। হ্যাঁ যোগ্যরাই টিকে থাকে। তবে মানুষকে ভালোবাসার যোগ্যতা কঠোর হওয়ার যোগ্যতার চেয়ে বেশি টিকে থাকে। 

বাদশাহ নামদার বইটিতে মোঘল সম্রাট হুমায়ুনকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে।  

সে সময়ের সমাজ-ব্যবস্থা।  একজন সম্রাটের উত্থান পতন, মানসিকতা, রাজনীতি, উদারতা হুমায়ুন আহমেদের লেখার সুকৌশলে আরো প্রানবন্ত হয়ে উঠেছে। 

.

বৈরাম খাঁ-র জন্য শেষটায় আফসোস হয়েছে।অথচ তিনি আস্থাভাজন ও সৎ ছিলেন।কাশেম কে ও মনে থাকবে। একজন প্রকৃত বীর ই পারেন সঙ্কটময় সময়ে এতো বড় আত্নত্যগ করতে। 

.

পরিশেষে বলতেই হবে, বইটি লেখকের শ্রেষ্ঠ সৃষ্টির একটি।

Download

Badshah Namdar PDF By Humayun Ahmed - PDF Bangla Book

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.